আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
এটি পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। গভীর নিম্নচাপটি আরো ঘণিভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই-সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও-কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এদিকে, রোববার সকাল ৯টা হতে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে। আজ রোববার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৩ শতাংশ।
অপরদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পরবর্তী ৭২ ঘন্টায় (আগামী তিনদিন) সারাদেশের আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টায় বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।