You are here
Home > জাতীয় > থার্টি ফার্স্টে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

থার্টি ফার্স্টে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন সামনে রেখে থার্টি ফার্স্টে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর দেশের কোথাও কোনো উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। কারণ, ৭ জানুয়ারি নির্বাচন। কেউ অনুষ্ঠান করতে চাইলে ইনডোর বা ঘরে করতে হবে। এ ছাড়া ফানুস ওড়ানো যাবেনা বলেও জানান তিনি।

২৫ ডিসেম্বর খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিন পালন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ২৪-২৬ ডিসেম্বর পর্যন্ত চার্চের আশপাশের এলাকায় গোয়েন্দা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান থাকবে। আর্চওয়ে, সিসি ক্যামেরা রাখতে বলা হয়েছে।

এরপরও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখলে ৯৯৯-এ ফোন দিতে অনুরোধ করেন আসাদুজ্জামান কামাল।

Similar Articles

Leave a Reply

Top