You are here
Home > জাতীয় > তানভীর মোকাম্মেলের চলচ্চিত্রে ১৯৪৭-এর দেশভাগ’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

তানভীর মোকাম্মেলের চলচ্চিত্রে ১৯৪৭-এর দেশভাগ’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

তানভীর মোকাম্মেল তার নির্মিত চলচ্চিত্রের মাধ্যমে দেশের মানুষের জীবনযাত্রা, ইতিহাস ও সংস্কৃতি বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছেন।’

‘ইতিহাস পর্যালোচনা : তানভীর মোকাম্মেলের চলচ্চিত্রে ১৯৪৭-এর দেশভাগ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ কথা বলেন।

আজ ঢাবি’র ইংরেজী বিভাগ এবং সেন্টার ফর ইংলিশ টিচিং অ্যান্ড রিসার্চ-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, সেমিনারের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা নিজেদের জ্ঞানের জগতকে আরও সমৃদ্ধ করতে পারবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিজ্ঞান ও প্রযুক্তিকে সম্পৃক্ত করে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক জোরদার করার লক্ষ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন জাতিরাষ্ট্র পেয়েছি। তানভীর মোকাম্মেলের চলচ্চিত্রে এসব ঘটনাই উঠে এসেছে।

অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্রকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের সাবেক শিক্ষার্থী তানভীর মোকাম্মেলের চলচ্চিত্রে ১৯৪৭ সালের দেশভাগের ইতিহাস নিয়ে অডিও-ভিজুয়্যাল উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

Similar Articles

Leave a Reply

Top