You are here
Home > জাতীয় > জেব্রার মৃত্যুতে গঠিত তদন্ত কমিটির সাফারি পার্ক পরিদর্শন

জেব্রার মৃত্যুতে গঠিত তদন্ত কমিটির সাফারি পার্ক পরিদর্শন

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, দায়িত্বে অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা ও করণীয় বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে গঠিত তদন্ত কমিটি সাফারি পার্ক পরিদর্শন করেছেন।
পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, জেব্রাগুলোর এ ধরনের মৃত্যু প্রতিরোধে মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সাফারি পার্ক কর্তৃপক্ষ দেশের বাইরে অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। বিশেষ করে প্রাণীগুলোর আমদানিকৃত দেশ দক্ষিণ আফ্রিকার খামার মালিকের সঙ্গে কথা হয়েছে। রোগের বিস্তারিত লক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ই-মেইলের মাধ্যমে সেখানে পাঠানো হয়েছে।
জেব্রাগুলোর মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা প্রদান এবং এই ধরনের অসুস্থতার কারণ উদঘাটনে ইতোপূর্বে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যগণ গত ২৫ ও ২৯ জানুয়ারি সাফারি পার্কে সভায় মিলিত হন। সাফারি পার্ক কর্তৃপক্ষ গত ২৫ জানুয়ারি বিশেষজ্ঞ টিমের দেওয়া ১০ দফা সুপারিশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করছে। 

Similar Articles

Leave a Reply

Top