You are here
Home > জাতীয় > জাপানের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ

জাপানের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাউজ অব রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকারের আমন্ত্রণে আজ দুপুরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

সফরকালে হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অব জাপানের স্পিকার, হাউজ অফ কাউন্সিলরস অব জাপানের প্রেসিডেন্ট, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল এন্ড ইকোনমিক কো-অপারেশন, জাপান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে ড. শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাতের কথা রয়েছে। এই সফরে সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে আ ফ ম রুহুল হক, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, খাদিজাতুল আনোয়ার ও কানিজ ফাতেমা আহমেদ এমপি জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

এছাড়াও, অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পিকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো: তারিক মাহমুদ এবং স্পিকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী সফরসঙ্গী হিসেবে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ২৯ মে স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

Similar Articles

Leave a Reply

Top