শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জনশুমারীর মাধ্যমে শিক্ষার হারের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে এবং সারাদেশের ‘শিক্ষা বিষয়ক’ একটি চিত্র সরকারের হাতে আসবে।
তিনি বলেন, জনশুমারীর পরিসংখ্যান শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনা গ্রহণেও সহায়ক হবে।
সারাদেশের ন্যায় চাঁদপুরেও আজ বুধবার থেকে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হয়েছে। ডা. দীপু মনি আজ সকাল ৮ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার নিজস্ব বাসভবনের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘জনশুমারীরর মধ্যদিয়ে কতজন মানুষ নিরক্ষর রয়েছে, কতজন শিক্ষিত হয়েছেন এবং তাদের আর্থ-সামাজিক অবস্থান সম্পর্কে আমরা যেসব তথ্য পাব, সেসব তথ্য কাজে লাগিয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।’
চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
চাঁদপুরে ১০৪ জন জোনাল ও আইটি অফিসার এবং ৭ হাজার সুপারভাইজার ও গণনাকারী জনশুমারিতে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।