You are here
Home > জাতীয় > চট্টগ্রামে ইংরেজি সাইনবোর্ড ঝুলিয়ে জরিমানা গুনল ৮ প্রতিষ্ঠান

চট্টগ্রামে ইংরেজি সাইনবোর্ড ঝুলিয়ে জরিমানা গুনল ৮ প্রতিষ্ঠান

চট্টগ্রাম নগরের জিইসি, লালদিঘী ও ওয়াসা এলাকায় ইংরেজি সাইনবোর্ড ঝুলানোর দায়ে আট প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।  
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন।
অভিযানে জিইসি মোড় এলাকার ইল্লিয়ীনাকে ১০ হাজার টাকা, ডালাস ফানির্শিং ফেব্রিক্স পাঁচ হাজার টাকা, গ্রামসিকোকে দুই হাজার ও আর্চিস গ্যালারীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ওয়াসা মোড় এলাকায় চা টাইম পাঁচ হাজার টাকা ও লালদিঘীর পাড় এলাকার বাটা শো রুম দুই হাজার, আলব্রান্ড  এক হাজার এন্টিক এক হাজার টাকা জরিমান করা হয়েছে।
অন্যদিকে নগরের ধনিয়ালাপাড়া থেকে কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চসিকের স্পেশাল ম্যজিস্ট্রেট মনীষা মহাজন। এতে ফুটপাত ও সড়কে চলাচলের পথ অবরুদ্ধ করে ব্যবসা পরিচালনার দায়ে ছয় প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী। সার্বিক সহায়তা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
 

Similar Articles

Leave a Reply

Top