জেলার সদর উপজেলায় আজ ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে নিরাপদ যান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জ সড়ক বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযানে গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা নেতৃত্ব দেন।
অভিযানকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসষ্টান্ডে সড়কের পাশে গড়ে ওঠা প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে ওই মহাসড়কের চন্দ্রদিঘলীয়া, বিজয়পাশা, ফুকরাসহ সকল বাসষ্টান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন উচ্ছেদ অভিযানের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস।
গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন জানান, মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পর্যায়ক্রমে চলবে।