You are here
Home > জাতীয় > গাড়ির সংখ্যা বাড়লেও যানজট নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

গাড়ির সংখ্যা বাড়লেও যানজট নেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহনের সংখ্যা বাড়লেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত গোল চত্বর থেকে এলেঙ্গা পর্যন্ত যানবাহনের প্রচন্ড চাপ লক্ষ্য করা যাচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলে  রাতে কিছু সমস্যা হলেও এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি বিকেলে যানবাহনের চাপ আরও বাড়তে পারে। তবে আমরা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন ডেইলি স্টারকে জানান, সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জ অংশে যানচলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো যানজট নেই।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, উত্তরের গেট হিসেবে পরিচিত ঢাকা-টাঙ্গাইল-সিরাজগঞ্জ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ১৬টি এবং দক্ষিণ-পশ্চিমবঙ্গের ৫টিসহ মোট ২৬টি জেলার ১১৬টি রুটের যানবাহন চলাচল করে। স্বাভাবিক সময়ে দিনে ১৫ থেকে ২০ হাজার যানবাহন এই মহাসড়কে চলাচল করলেও ঈদের সময় তা ৫০ থেকে ৬০ হাজার ছাড়িয়ে যায়।

Similar Articles

Leave a Reply

Top