You are here
Home > জাতীয় > গান চুরির অভিযোগে বাংলালিংকের ৫ জনের বিরুদ্ধে জেমসের মামলা

গান চুরির অভিযোগে বাংলালিংকের ৫ জনের বিরুদ্ধে জেমসের মামলা

অনুমতি ছাড়া গান ব্যাবহারের অভিযোগে বে-সরকারী মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরিক এ্যাসসহ ৫ জনের বিরুদ্ধে নগর বাউল ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস ও মাইলস ব্যান্ডের মান্নাম আহমেদ ও হামিন আহমেদ মামলা করেছেন।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ আদালতে একই আসামিদের বিরুদ্ধে কপিরাইট আইনে দুইটি মামলা দায়ের করেন তারা। একটি মামলার বাদি জেমস এবং অপরটি হামিন ও মান্নাম।

তিন জনই জবানবন্দি গ্রহণ করে আসামিদের আগামী ৩০ নভেম্বর তাদের আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।

মামলার অপর আসামি হলেন, কোম্পানিটির প্রধান কম্পিলিয়েন্স কর্মকর্তা এম নুরুল  আলম, প্রধান ডিজিটাল কর্মকর্তা সঞ্জয় ভাগাশিয়া, প্রধান কর্পোরেট রেগুলেটরি কর্মকর্তা তাইমুর রহমান ও হেড অব ভ্যাস  আনিক ধর।

বাদী পক্ষে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন।

মানাম ও হামিন অভিযোগে বলেন, তাদের লেখা ও সুর করা ’নীলা’ ও ’ফিরিয়ে দাও’ গান দুইটি আসামিরা তাদের বাংলালিংক অনুমতি ছাড়াই ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আয় করে আসছে। বাদীদ্বয় অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে জেমসও তার গাওয়া ’দুখিনি দুঃখ করোনা’, ‘জিকির’, ‘লুটপাট’, ‘সুম্মিতা’, ও যার যার ধর্ম গান সম্পর্কেও একই ধরণের অভিযোগ করেন।

Similar Articles

Leave a Reply

Top