You are here
Home > জাতীয় > গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছে ১ হাজার ৪৯১ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছে ১ হাজার ৪৯১ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ করোনা আক্রান্ত তিনজন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০২ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ২১ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৯১ জন। গতকাল ১৯ হাজার ২৭৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ১১৬ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৯৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৬ হাজার ২৯৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ১৯৬ জন। শনাক্তের হার ৭ দশমিক ৩৪ শতাংশ। আজ এই জেলায় দুইজন মারা গেছেন। 
আজ ঢাকা বিভাগে ২ জন ও চট্টগ্রাম বিভাগে ১ জন মারা গেছেন। তবে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২১৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩১ শতাংশ।

Similar Articles

Leave a Reply

Top