You are here
Home > জাতীয় > গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত বেড়েছে দশমিক ৫৯ শতাংশ

গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত বেড়েছে দশমিক ৫৯ শতাংশ

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত বেড়েছে দশমিক ৫৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৫৭ শতাংশ, আর আজ তা বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ১৬ শতাংশে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় ১৭ হাজার ২৭১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৭৩ জন। গতকাল ১৭ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৬৮ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৪ লাখ ১০ হাজার ২৯৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩০৬ জন। শনাক্তের হার ২ দশমিক ৫৩ শতাংশ। গতকাল এই ছিল হার ১ দশমিক ৮৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই জেলায় করোনা আক্রান্ত হয়ে এক জন মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ তিন জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল চার জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬১ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
আজ ঢাকা বিভাগে এক জন মারা গেছেন। তবে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩২৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ৭৫৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ।

Similar Articles

Leave a Reply

Top