You are here
Home > জাতীয় > গণতন্ত্রী পার্টির সব প্রার্থীকে নির্বাচনে সুযোগ দেওয়ার নির্দেশ

গণতন্ত্রী পার্টির সব প্রার্থীকে নির্বাচনে সুযোগ দেওয়ার নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির সব প্রার্থীকে অংশগ্রহণের সুযোগ দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আজ মঙ্গলবার গণতন্ত্রী পার্টির প্রার্থীদের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে গণতন্ত্রী পার্টির প্রার্থীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির। ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আশফাকুর রহমান।

এর আগে, গত ১২ ডিসেম্বর গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে ইসি। ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ সই করা চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানো হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল গণতন্ত্রী পার্টির ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

১২ ডিসেম্বর ইসির চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল গণতন্ত্রী পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথকভাবে কমিটির নাম দাখিল করেছে। এগুলো নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। সুতরাং গণতন্ত্রী পার্টির নামে রাজনৈতিক দলের অনুমোদিত কোনও কমিটি বিদ্যমান নেই। এর পরিপ্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দলের প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত হয়।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন গণতন্ত্রী পার্টির প্রার্থীরা। এর শুনানি নিয়ে প্রার্থীদের নির্বাচনে সুযোগ দেওয়ার নিদেশ দেন হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ইসি। সেখানেও প্রার্থীদের পক্ষে রায় গেল।

Similar Articles

Leave a Reply

Top