You are here
Home > জাতীয় > কুয়াকাটা সৈকতে ভেসে এল ৩০ ফুট লম্বা মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ভেসে এল ৩০ ফুট লম্বা মৃত তিমি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি মৃত তিমি ভেসে এসে‌ছে। এটির দৈর্ঘ্য ৩০ ফুট ও প্রস্থ ৬ ফুট।

আজ শ‌নিবার সকাল ৯টার দিকে জোয়ারের পানিতে সৈকতের ঝাউ বাগান পয়েন্টে তিমিটি ভেসে আসে। এটি অর্ধগলিত এবং সৈকত এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।

‘সকালে সৈকতের তীরে এক মোটরসাইকেল চালক মৃত তিমিটি দেখে আমাদের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে বন বন বিভাগকে জানাই। মৃত তিমিটির দৈর্ঘ্য ৩০ ফুট এবং প্রস্থ ৬ ফুট । ধারণা করা হচ্ছে, ১০-১৫ দিন আগে এটির মৃত্যু হয়েছে।’

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘তিমিটি বিশালাকৃতির। এর আগে ২০১৮ সালে সৈকতে এরকম আরও একটি তিমি ভেসে এসেছিল।’ ওয়ার্ল্ড ফিসের কুয়াকাটা জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘এটি একটি বেলিন প্রজাতির তিমি। বেলিন তিমির মধ্যে আবার ১৬টি প্রজাতি রয়েছে। স্তন্যপায়ী এসব প্রাণী গভীর সমুদ্রের ঠাণ্ডা পানিতে থাকতে পছন্দ করে। কেন এটির মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। বেলিন তিমির ১৬টি প্রজাতির মধ্যে এটি কোন প্রজাতির ও এটির মৃত্যুর কারণ কী তা জানতে আমরা নমুনা সংগ্রহ করেছি।

Similar Articles

Leave a Reply

Top