You are here
Home > জাতীয় > কালুরঘাট বেতার কেন্দ্রে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের সুপারিশ

কালুরঘাট বেতার কেন্দ্রে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের সুপারিশ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় স্বাধীনতার স্মৃতি রক্ষার্থে কালুরঘাট বেতার কেন্দ্রে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি শাজাহান খান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য রাজিউদ্দিন আহমেদ, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, এবং ওয়ারেসাত হোসেন বেলাল সভায় অংশগ্রহণ করেন।
সভায় বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নিমার্ণ, বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা সম্বলিত বুকলেট ছাপানো এবং দখলদারদের নিকট হতে উদ্ধারকৃত কাকরাইলস্থ ভূমিতে প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়।
সভায় বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে বিশেষায়িত হাসপাতালসমূহে মন্ত্রণালয়কে তদারকি করার জন্য সুপারিশ করা হয়।
সভায় মুক্তিযোদ্ধা সংসদের কাকরাইলস্থ জমিতে প্রকল্প গ্রহণের প্রয়োজনীয় কর্মপারিকল্পনা তৈরির জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।   

Similar Articles

Leave a Reply

Top