অর্থ আত্মসাতের মামলায় মঙ্গলবার সকালে গুলশান থেকে গ্রেপ্তার এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত ২ হাজার টাকা মুচলেকায় ডিএমডি আব্দুর রহমানের জামিন মঞ্জুরের করেন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার জাহিদ হাসান জামিনের বিষয়টি নিশ্চিত করেন এবং
আগামী ২ নভেম্বর মামলাটির পরবর্তী তারিখ ধার্য পর্যন্ত জামিন দিয়েছেন বলে জানান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, প্রতারণার অভিযোগে নাসির ট্রেড সেইনরের ব্যবস্থাপনা প্রশাসক বজলুর রশীদ চলতি বছর জানুয়ারীতে প্রতারনার ও অর্থ আত্মসাতের অভিযোগে একই আদালতে আব্দুর রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত । গ্রেপ্তারের আদেশ থানায় আসার পর মঙ্গলবার সকালে গুলশানের বাসা থেকে আব্দুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।