You are here
Home > জাতীয় > একুশে পদক ২০২৩ মনোনয়ন প্রস্তাব আহ্বান

একুশে পদক ২০২৩ মনোনয়ন প্রস্তাব আহ্বান

আগামী ২০২৩ সালে একুশে পদকের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। আজ সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ১৮ জুলাই সোমবার উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত নির্দেশনায় এতথ্য জানানো হয়। 
অন্যান্য বছরের মতো ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলাসহ সকল ক্ষেত্র), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্যে অবদানের জন্য এ আহ্বান জানানো হয়। 
এছাড়া, সরকার নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি (জীবিত/মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক প্রদান করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে।
এতে জানানো হয়, এ জন্য  সকল মন্ত্রণালয়/বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থা, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সকল জেলা প্রশাসক এবং স্বাধীনতা পদক/একুশে পদকে ভূষিত সুধীবৃন্দকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে মনোনয়ন/প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। 
এ সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী ও একুশে পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।

Similar Articles

Leave a Reply

Top