You are here
Home > জাতীয় > উত্তরখানে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন  ৮ লাখ টাকা জরিমানা

উত্তরখানে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন  ৮ লাখ টাকা জরিমানা

রাজধানীর উত্তরখানে অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল কেক, বিস্কুট, চিপস্, ফাস্টফুড ও চকলেট উৎপাদনকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১১ জনের কাছ থেকে  ৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে র‌্যাব-১ এর  সহকারি পুলিশ সুপার (মিডিয়া অফিসার) নোমান আহমদ বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি  জানান, রাজধানীর উত্তরখান থানার কুড়িপাড়া, মাষ্টার পাড়া, কাজী বাজার চাঁনপাড়া এলাকায় বেকারী, চিপস্ ও চকলেট প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযান সোমবার বিকেল ৩ টার দিকে শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. মাজহারুল ইসলাম। বিএসটিআই অধিদপ্তরের প্রতিনিধি শরিফুল ইসলামসহ অন্যান্যরা এ সময়  উপস্থিত ছিকেন।

সহকারি পুলিশ সুপার নোমান আহমদ  জানান,  অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল কেক, বিস্কুট, চিপস্, ফাস্টফুড ও চকলেট উৎপাদনের অপরাধে বিএসটি আইন ২০১৮ এর ১৫/২৭ ধারা মোতাবেক ‘শুকরিয়া বেকারী’ র মো. সিরাজকে ৫০ হাজার টাকা, দীন ইসলামকে ৫০ হাজার টাকা, লালন মিয়া কে  ৫০ হাজার টাকা,  খালেককে  ৫০ হাজার টাকা, ‘টপস চিপস বিডি লিমিটেডের’র মোস্তাফিজুর রহমান হিরনকে  ১ লাখ টাকা, মাহমুদ শরীফকে  ১ লাখ টাকা এবং মো. আরিফুর রহমান কে  ১ লাখ টাকা, ‘ক্রাপ প্রোডাকটস’র মো. মোফাজ্জল হোসেনকে ৭৫ হাজার টাকা,  মো. রমজান আলীকে  ৭৫ হাজার টাকা, আরিফুল ইসলামকে ৭৫ হাজার টাকা, খায়রুল আলমকে  ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা জানান।

Similar Articles

Leave a Reply

Top