You are here
Home > জাতীয় > আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ২০২০ সালের জন্য ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৯ মে, ২০২১ রবিবার অনুষ্ঠিত পরিচালক পর্ষদের ৩৫৮তম সভায় এ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ৯ আগস্ট, ২০২১ ব্যাংকের ২৬তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভা (এজিএম) -এর তারিখ এবং ১০ জুন, ২০২১ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়। এজিএম-এর অনুমোদন সাপেক্ষে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমাপ্ত বছরের জন্য উক্ত ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, সদস্য আলহাজ্ব সেলিম রহমান, বদিউর রহমান, মাহবুবুল আলম, আলহাজ্ব হাফেজ মোঃ এনায়েত উল্যা, আলহাজ্ব নাজমুল আহসান খালেদ, আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, আলহাজ্ব নিয়াজ আহমেদ, আলহাজ্ব মোহাম্মদ এমাদুর রহমান, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্ব মোহাম্মদ হারুন, আলহাজ্ব মোঃ লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব মোঃ হারুন-অর-রশিদ খান, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, মোঃ আমির উদ্দিন পিপিএম, এম কামালউদ্দিন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অংশগ্রহণ করেন। এসময় ব্যাংকের কোম্পানি সচিব ও উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহ্মুদুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

Similar Articles

Leave a Reply

Top