You are here
Home > জাতীয় > অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাবে দেশ : ওয়াসিকা খান

অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাবে দেশ : ওয়াসিকা খান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, জাতির পিতার প্রদর্শিত অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মাবলম্বীরা কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। স্বাধীন বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে, সম্মানের সঙ্গে পালন করছে। ধর্ম যার যার উৎসব সবার- চেতনাকে ধারণ করে উৎসবগুলো একসাথে উদযাপন করে আসছে এদেশের মানুষ। এটাই বাংলাদেশের বড় একটি অর্জন।’

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ৩৬টি খ্রিস্টান ধর্মাবলম্বী পরিবারের মাঝে রোববার বড়দিন উৎসব উপলক্ষে  নগদ অর্থ উপহার হিসেবে প্রদান অনুষ্ঠানে ওয়াসিকা আয়শা খান এসব কথা বলেন।

ওয়াসিকা আয়শা খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। ধর্মীয় সম্প্রীতির উদাহরণ হিসেবে বর্তমানে বাংলাদেশকে সকলেই সম্মানের চোখে দেখে। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যাতে শান্তিপূর্ণভাবে সকল ধর্মের মানুষ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে হাতে হাত মিলিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

ইসলাম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বী অসংখ্য পরিবারের মাঝে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিগত অনেক বছর যাবৎ উপহার সামগ্রী প্রদান করে আসছেন অসাম্প্রদায়িক চেতনার ধারক ও বাহক ওয়াসিকা আয়শা খান এমপি’র পরিবার।

Similar Articles

Leave a Reply

Top