১২ কোটি টাকা অর্থপাচার মামলায় যমুনা ব্যাংক কর্মকর্তা শওকত আরমানকে জামিন দেননি হাইকোর্ট।
বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ তার জামিন আবেদন খারিজ করে আদেশ দেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, বগুড়া শহরের বড়গোলা শাখার ম্যানেজার শওকত আরমান ২০১৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ২৪ জন গ্রাহকের টাকা নিজ একাউন্টে নিয়ে আত্মসাৎ করেছেন- এমন খবর জানতে পেরে তদন্ত শুরু করে দুদক। তদন্তে প্রাথমিকভাবে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়। এরপর তিনি বদলি হয়ে অন্যত্র চলে যান। ২০২০ সালে জুলাই মাসে বগুড়ায় ব্যাংকে এলে সেখান থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আত্মসাতের কথা স্বীকার করেন তিনি। পরে শওকত আরমানের বিরুদ্ধে দুদক সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার করা হয় তার তিন সহযোগীকেও।