You are here
Home > খেলাধুলা > ২০৩০ শীতকালীন গেমসের ভেন্যু পর্যবেক্ষণের জন্য সাপোরোতে আইওসি কর্তারা

২০৩০ শীতকালীন গেমসের ভেন্যু পর্যবেক্ষণের জন্য সাপোরোতে আইওসি কর্তারা

জাপানের উত্তরাঞ্চলিয় শহর সাপোরোতে আজ থেকে ২০৩০ শীতকালীণ গেমসের ভেন্যু পর্যবেক্ষন শুরু করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কর্মকর্তারা। গেমসটি আয়োজনের প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছে শহরটি।

তিনদিনের এই সফরসূচিতে আইওসির এই প্রতিনিধি দল গোটা সাপোরো শহরটি পর্যবেক্ষন করবে। ১৯৭২ সালে এশিয়ার প্রথম শীতকালীন গেমসের আয়োজক হয়েছিল এই শহরটি। শহরটির কর্মকর্তারা এএফপিকে জানায়, ‘এটি হচ্ছে আমাদের নিয়মিত সংলাপের একটি অংশ। এর ফলে আমরা আইওসি থেকে আরো কৌশলগত পরামর্শ পাবার আশা করছি।’

তিন সদস্যের এই দলটির হোক্কাইডো অঞ্চলের ১৬টি ভেন্যু পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। সেখানকার রাজধানী হচ্ছে সাপোরো। গত বছর টোকিওতে অনুষ্ঠিত গ্রীষ্মকালিন গেমসে সাপোরোতে অনুষ্ঠিত হয়েছিল ম্যারাথন ও হাঁটা ইভেন্ট। যাতে অ্যাথলেটরা শীতল পরিবেশে প্রতিযোগিতা করতে পারে।

২০৩০ সালের গেমস আয়োজনে সাপোরো শীর্ষস্থানীয় প্রতিদ্বন্দ্বি হলেও এই লড়াইয়ে তাদের লড়তে হবে অতীতের অলিম্পিক আয়োজক ভানকুভারের সল্টলেক শহরের সঙ্গে। আইওসি এই বছরের মধ্যেই সাধারণ সভায় আয়োজক দেশের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

Similar Articles

Leave a Reply

Top