You are here
Home > খেলাধুলা > ২০১১ বিশ্বকাপ জয় টেন্ডুলকারের জীবনের সেরা দিন

২০১১ বিশ্বকাপ জয় টেন্ডুলকারের জীবনের সেরা দিন

বিশ্বের প্রথম দল হিসেবে  আগামীকাল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে  হাজারতম ম্যাচ  খেলার মাইলফলক  স্পর্শ করতে যাচ্ছে ভারতীয়  ক্রিকেট দল। দেশের এমন  অর্জনে  ভারতীয়  ক্রিকেটাররা।  মাইলফলক স্পর্শ করা  ম্যাচের আগে  দেশটির কিংবদন্তী ক্রিকেটার শচিন টেন্ডুলকার  বলেন, ‘এটি একটি বড় অর্জন। এটি নিয়ে  পুরো দেশের গর্ব করা উচিত।’
সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে  সিরিজের প্রথম ম্যাচটি  ভারতের এক হাজারতম ওয়ানডে হতে যাচ্ছে।  ম্যাচের আগে ভারতীয় দলকে অভিনন্দন জানালেন টেন্ডুলকার। 
ভারতীয় সংবাদ মাধ্যমকে টেন্ডুলকার বলেন, ‘ভারতের এক হাজারতম ওয়ানডে খেলা  অনেক বড় কৃতিত্বের। আমি সকল ক্রিকেটার, কর্মকর্তা ও ভক্তদের শুভেচ্ছা জানাতে চাই। ৪৭ বছর ধরে যেভাবে সকলে পাশে থেকে এই যাত্রাকে সফল করেছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাতে চাই।’ 
১৯৭১ সাল থেকে ওয়ানডে ক্রিকেটের পথচলা শুরু হলেও, ১৯৭৪ সালের ১৩ জুলাই লিডসে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম ওয়ানডে খেলেছিলো ভারত। প্রথম ওয়ানডের কথা স্মরন করে টেন্ডুলকার বলেন, ‘১৯৭৪ সালে ভারত প্রথম ওয়ানডে খেলেছিলো, এটি শুধুমাত্র অতীত-বর্তমান ক্রিকেটার এবং অতীত বর্তমান বোর্ড সদস্যর সমর্থকদের কারণে সম্ভব হয়েছে। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানুষের এসব ভুলে যাওয়া উচিত নয়। আমাদের ভারতীয় ক্রিকেট দলের শুভাকাঙ্খী, অতীত থেকে যারা আজ পর্যন্ত  আমাদের সাথে আছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘আমার মতে এটি আমাদের সকলের জন্য একটি অর্জন এবং সমগ্র জাতির এ জন্য গর্বিত হওয়া উচিত। আমি আশা করি, ভারতীয় ক্রিকেট উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। আমি আসন্ন সিরিজ  এবং বিশেষ করে এক হাজারতম ওয়ানডের জন্য তাদের শুভেচ্ছা জানাচ্ছি।’
১৯৮৯ সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়  টেন্ডুলকারের। ২০১৩ পর্যন্ত ভারতের জার্সিতে ২০০ টেস্টে  ১৫৯২১ রান, ৪৬৩টি ওয়ানডেতে ১৮৪২৬ রান ও ১টি টি-টোয়েন্টিতে ১০ রান করেন টেন্ডুলকার। ওয়ানডেতে প্রথম ব্যাটার হিসেবে  এক ইনিংসে ২০০ রান করেছিলেন টেন্ডুলকার। ভারতের অনেক মাইলফলক ম্যাচের স্বাক্ষী ছিলেন তিনি। 
২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে  ওয়ানডে ফরম্যাটে ভারতের  ২০০-৩০০-৪০০-৫০০-৬০০-৭০০ ও ৮০০তম ম্যাচে খেলেছেন  টেন্ডুলকার। 
তবে ২০১১ সালে ওয়ানডে বিশ^কাপ জয়ই সেরা মুর্হূত বলে জানান টেন্ডুলকার। তিনি বলেন, ‘২০১১ বিশ্বকাপ জয় আমার জীবনের সেরা মুর্হূত। কারণ প্রথম দিন থেকে এই স্বপ্নটাই দেখে এসেছি। আর অনেক অপেক্ষার পর সেই লক্ষ্যে পৌঁছতে পেরেছিলাম।’
তিনি আরও বলেন, ‘ ২৪ বছর  দেশের প্রতিনিধিত্ব করার গৌরব ও সৌভাগ্য আমার হয়েছে। এক বিলিয়নেরও বেশি মানুষের জন্য ট্রফি তুলে ধরার সম্মান পেয়েছি। তাই সব সময়ই  আমা মনে হয়েছে এটি শুধুমাত্র কয়েকজন ব্যক্তি নয়, পুরো ১ দশমিক ৩৯ বিলিয়ন-এর বেশি জনসংখ্যা আমাদের ড্রেসিংরুমে ট্রফি আনার জন্য তাদের ভূমিকা পালন করেছে। এখানে এক বিলিয়নের বেশি মানুষ  কোননা কোনভাবে  সংশ্লিষ্ঠ।’

Similar Articles

Leave a Reply

Top