You are here
Home > খেলাধুলা > হাজার ক্লাবে ফারজানা

হাজার ক্লাবে ফারজানা

দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি  ফরম্যাটে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করার নজির গড়লেন বাংলাদেশের ডান-হাতি ব্যাটার ফারজানা হক।
আজ কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে  মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের  প্রথম  ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার পূর্ণ করেন ফারজানা।
মালয়েশিয়ার বিপক্ষে অপরাজিত ৭ রান করেন ফারজানা। এতে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৯ ম্যাচে ১৮ দশমিক ৬১ গড়ে  ১০০৫ রান এখন ফারজানার। এই ফরম্যাটের ক্যারিয়ারে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি আছে ফারজানার। এই তালিকায় ফারজানার পরই আছেন অধিনায়ক নিগার সুলতানা। ৫৩ ম্যাচে ৮৬১ রান সুলতানার। 
ফারজানার আগে বাংলাদেশের পক্ষে কেউই আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজার করতে পারেনি। ওয়ানডেতে ৪২ ম্যাচে ৮৯৩ রান রুমানা আহমেদের। এই ফরম্যাটে ফারজানার রান ৪১ ম্যাচে ৮৪১। 
মালয়েশিয়ার  বিপক্ষে ৮ উইকেটের জয় দিয়ে কমনওয়েলথ গেমসের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ। 

Similar Articles

Leave a Reply

Top