You are here
Home > খেলাধুলা > সেঞ্চুরিতে অনন্য রেকর্ড রাহুলের

সেঞ্চুরিতে অনন্য রেকর্ড রাহুলের

গত রাতে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করেছেন ভারতের লোকেশ রাহুল। ৪১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি পাওয়া  রাহুল এ পর্যন্ত পাঁচ দেশের বিপক্ষে খেলে সবগুলো দলের বিপক্ষেই সেঞ্চুরি পেলেন।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ ও এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করলেন রাহুল। ৭টি মধ্যে ৬টিই বিদেশের মাটিতে করলেন তিনি। এরমধ্যে ২বার ইংল্যান্ডের মাটিতে শতরান রয়েছে তার।
এছাড়াও দক্ষিণ আফ্রিকার মাটিতে তৃতীয় ভারতীয় হিসেবে সেঞ্চুরি করলেন রাহুল। এর আগে শচীন টেন্ডুলকার ও ভারতের টেস্ট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি সেঞ্চুরি করেন।
আর ২০০৭ সালের পর দক্ষিণ আফ্রিকায় ভারতের ওপেনার হিসেবে সেঞ্চুরি করলেন রাহুল। এর আগে ২০০৭ সালে ওয়াসিম জাফর ওপেনার হিসেবে শতরান করেছিলেন।
সফরকারী দলের তৃতীয়  ওপেনার হিসেবে সেঞ্চুরি করেছেন রাহুল। এর আগে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল শতরান করেছিলেন।
প্রথম দিন শেষে ২৪৮ বল খেলে ১৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ১২২ রান করেছেন রাহুল।

Similar Articles

Leave a Reply

Top