দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেনকে নিষিদ্ধ করেছে আইসিসি।
আজ মঙ্গলবার এক ঘোষণায় আইসিসি জানায়, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন নাসির।
নাসিরের বিরুদ্ধে ৩টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে ৬ মাসের জন্য এই অলরাউন্ডারকে স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আইসিসির সব শর্ত পূরণ করতে পারলে ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন নাসির।
২০২৩ সালের সেপ্টেম্বরে নাসিরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আইসিসির নীতিমালার ২.৪.৩, ২.৪.৪ এবং ২.৪.৬ ধারা ভঙ্গ করেছেন নাসির। এরপর মোট ৩টি ঘটনা নিয়ে তদন্ত শুরু করে আইসিসি। অপরাধ প্রমাণিত হওয়ায় এবার শাস্তির ঘোষণা দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।