You are here
Home > খেলাধুলা > শেখ রাসেল ১৮তম জাতীয় দুরপাল্লার সাতার প্রতিযোগিতা রোববার

শেখ রাসেল ১৮তম জাতীয় দুরপাল্লার সাতার প্রতিযোগিতা রোববার

জাতির জনক  বঙ্গবন্ধৃ শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র  শেখ রাসেলের নামে  দূরপাল্লার  সাঁতার  প্রতিযোগিতার  আয়োজন করছে বাংলাদেশ  সুইমিং  ফেডারেশন।  ফেডারেশনের  ব্যবস্থাপনায় এবং সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় আগামী রোববার নড়াইলে চিত্রা নদীতে অনুষ্ঠিত  হবে ‘শেখ  রাসেল ১৮তম জাতীয় দুরপাল্লার সাতার  প্রতিযোগিতা।   এ জন্য গত ২৭ অক্টোবর  ঢাকায় উন্মুক্ত বাছাইয়ের  মাধ্যমে ছয়জন করে পুরুষ ও মহিলা সাতারু বাছাই করা হয়।  
আজ দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের  সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ বি মোল্লা।  
নড়াইলে  চিত্রা নদীর গোবরা মিত্র কলেজ ঘাট থেকে শুরু হয়ে রুপগঞ্জ বাধাঘাটে  পুরুষ বিভাগে প্রায় ১০ কিলোমিটার সাতার শেষ হবে।   মহিলাদের দূরত্ব হবে ৮ কিলোমিটার। প্রতিযোগিদের সার্বিক নিরাপত্তার জন্য পর্যাপ্ত  নিরাপত্তার ব্যবস্থা রেখেছে  আয়োজকরা।  প্রতিযেগিতার  সমাপনী  অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নৌবাহিনী প্রধান  এডমিরাল এম শাহীন ইকবাল। 
প্রতিযোগিতায় প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী  সাঁতারুদের  ট্রফি  এবং যথাক্রমে ১৫,১০ ও ৭ হাজার  টাকা করে  আর্থিক পুরস্কার দেয়া হবে।  এ ছাড়া  নির্ধারিত দূরত্ব অতিক্রম করা প্রতিযোগীদের  প্রত্যেককে  তিন হাজার করে  নগদ অর্থ প্রদান করা হবে।

Similar Articles

Leave a Reply

Top