আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ দল সহজ প্রতিপক্ষ- শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকার এমন মন্তব্যে হতবাক আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান।
শানাকার মন্তব্যের সাথে মোটেও একমত নন রশিদ। তার মতে, বাংলাদেশ দল সর্ম্পকে আমরা সকলেই জানি। তারা খুবই ভালো দল।
গত শনিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে শ্রীলংকা। মাঠের শ্রীলংকার পারফরমেন্স ছিলো যাচ্ছেতাই। প্রথমে ব্যাট করে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় তারা। শ্রীলংকার দেওয়া ১০৬ রানের টার্গেট ৬১ বল খরচ করেই স্পর্শ করে আফগানিস্তান।
গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার পরের ম্যাচ নিয়ে কথা বলেন শানাকা বলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। বাংলাদেশ দলে ফিজ (মুস্তাফিজ) খুব ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এছাড়া বাংলাদেশ দলে সেভাবে আর কোন বিশ্বমানের বোলার নেই। তাই আমি মনে করি, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে।’
শানাকার এমন মন্তব্যের সাথে মোটেও একমত হতে পারেননি শ্রীলংকার সহকারী কোচ নাভিদ নাওয়াজও।
বাংলাদেশকে নিয়ে শানাকার এমন মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে বিস্ময় প্রকাশ করে রশিদ বলেন, ‘প্রতিপক্ষ দুর্বল না শক্তিশালী, এসব নিয়ে ভাবি না আমরা। ক্রিকেটে আপনি এটা বলতে পারবেন না। আর বাংলাদেশ কেমন দল তা আমরা জানি। যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বাংলাদেশ।’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে নিয়ে রশিদ বলেন, ‘ক্রিকেটার হিসেবে আপনি শুধুমাত্র ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন। আমরা ওভাবে ভাবি না। আগামীকাল যদি হংকংয়ের বিপক্ষে খেলতাম, তাহলেও আমরা একই প্রস্তুতি নিতাম। ভারতের বিপক্ষে খেললেও আমরা একই প্রস্তুতি নিতাম। আপনি যদি প্রস্তুতির কথা বলেন, তাহলে দল এবং ক্রিকেটারের প্রস্তুতি সবসময় একই থাকবে।’