You are here
Home > খেলাধুলা > র‌্যাংকিংয়ের ষষ্ঠস্থানে ওঠার সুযোগ বাংলাদেশ দলের সামনে

র‌্যাংকিংয়ের ষষ্ঠস্থানে ওঠার সুযোগ বাংলাদেশ দলের সামনে

কাল থেকে চট্টগ্রামের মাটিতে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলেই আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের ষষ্ঠস্থানে উঠবে বাংলাদেশ।
বর্তমানে ৯১ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের সপ্তমস্থানে রয়েছে বাংলাদেশ। ৯৩ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। পাকিস্তানের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান ২।
আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে, বাংলাদেশের রেটিং হবে ৯৪। তখন পাকিস্তান সরিয়ে ষষ্ঠস্থানে উঠবে টাইগাররা।
আর সিরিজে হোয়াইটওয়াশ হলেও র‌্যাংকিংয়ের দশমস্থানেই থাকবে আফগানিস্তান। তবে ৩ রেটিং হারাবে তারা। বর্তমানে ৬৭ রেটিং নিয়ে দশমস্থানে রয়েছে আফগানরা।
সিরিজ ২-১ ব্যবধানে জিতলে সপ্তমস্থানেই থাকবে বাংলাদেশ। রেটিংও ৯১ থাকবে।
আর ২-১ ব্যবধানে সিরিজ হারলে, ৮৮ রেটিং নিয়ে সপ্তমস্থানেই থাকবে বাংলাদেশ।
আর আফগানদের কাছে হোয়াইটওয়াশ হলে, ৬ রেটিং হারাবে বাংলাদেশ। তখন ৮৫ রেটিং নিয়ে সপ্তমস্থানেই থাকবে তারা। এতে ৯ রেটিং বাড়বে আফগানদের। তবে দশমস্থানেই থাকতে হবে তাদের।

Similar Articles

Leave a Reply

Top