You are here
Home > খেলাধুলা > রশিদ-নবিকে ছাড়া বাংলাদেশে আফগানিস্তান দল

রশিদ-নবিকে ছাড়া বাংলাদেশে আফগানিস্তান দল

তারকা  লেগ স্পিনার রশিদ খান ও অলরাউন্ডার মোহাম্মদ নবীকে ছাড়াই গতকাল (শনিবার) রাতে বাংলাদেশে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল।
ঢাকায় রাত কাটিয়ে আজ সিলেটে পৌঁছেছে দলটি। সেখানে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সপ্তাহব্যাপী ক্যাম্প করবেন আফগানরা।
এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। যা আইসিসি সুপার লিগের অংশ। সেই সাথে দু’টি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা। 
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সে খেলার কারনে বাংলাদেশে আসেননি রশিদ। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএল খেলায় ব্যস্ত থাকবেন রশিদ। ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে তার। 
বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলের সিরিজ থাকায়, পিএসএলে প্লে-অফ মিস করবেন রশিদ। সিরিজের আগে দলে যোগ দিবেন মোহাম্মদ নবীও।
আফগানিস্তানের কিছু খেলোয়াড় অবশ্য বিপিএলে খেলছেন। বিপিএলে তাদের দলের খেলা শেষ হবার পর জাতীয় দলে যোগ দিবেন তারা। 
আফগান ক্রিকেট এখনো দল ঘোষণা করেনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানা গেছে, শনিবার রাতে ঢাকায় ২২ সদস্যের আফগানিস্তান দল পৌঁছেছে। 
১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটে ক্যাম্প করবে আফগানিস্তান। সিলেট ক্রিকেট স্টেডিয়ামের দু’টি মাঠ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে তাদের। ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে ম্যাচ খেলবে আফগানরা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য চট্টগ্রাম যাবে সফরকারীরা। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। 
ওয়ানডে শেষে ঢাকা আসবে বাংলাদেশ ও আফগানিস্তান। এখানে দুই ম্যাচে টি-টোয়েন্টি খেলবে তারা। ম্যাচ দু’টি হবে ৩ ও ৫ মার্চ। 

Similar Articles

Leave a Reply

Top