You are here
Home > খেলাধুলা > রউফের করোনায় কপাল খুললো নাসিমের

রউফের করোনায় কপাল খুললো নাসিমের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন  টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে  নিয়েছেন পাকিস্তান পেসার  হারিস রউফ। তার পরিবর্তে প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন আরেক পেসার নাসিম শাহ। 
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য পূর্বে ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে রিজার্ভ তালিকায় ছিলেন ১৯ বছর বয়সী নাসিম।   
পাকিস্তানের হয়ে এখনও টেস্ট অভিষেক হয়নি রউফের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই তার অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল। কারন ইনজুরির কারনে ফাহিম আশরাফ-হাসান আলি দল থেকে আগেই ছিটকে গেছেন। কিন্তু টেস্ট অভিষেকের স্বপ্ন পূরণের অপেক্ষা বাড়লো ৮টি ওয়ানডে, ৩৪টি টি-টোয়েন্টি খেলা রউফের। 
এদিকে, দেশের হয়ে ৯টি টেস্ট খেলেছেন নাসিম। ২০১৯ সালের নভেম্বরে ব্রিজবেনে অস্ট্র্রেলিয়ার বিপক্ষে নবম সর্ব কনিষ্ঠ টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিলো নাসিমের। টেস্টে ২০ উইকেট রয়েছে তার। ২০২১ সালের জানুয়ারিতে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছেন নাসিম।
ইতোমধ্যে ফাহিম ও হাসানের  পরিবর্তে ইফতেখার আহমেদ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে দলে নিয়েছে পাকিস্তান। আর নাসিমের জায়গায়, রিজার্ভ তালিকায় মোহাম্মদ আব্বাসকে নিয়েছে পাকিস্তান। 
রাওয়ালপিন্ডিতে ৪ মার্চ থেকে পাকিস্তান-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু হবে। করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু ১২ মার্চ। আর ২১ মার্চ থেকে লাহোরে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। টেস্ট সিরিজ শেষে তিনটি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। 
পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, ফাওয়াদ আলম, হারিস রউফ, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, সাজিদ খান, ইফতেখার আহমেদ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও জাহিদ মাহমুদ।
রিজার্ভ : কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ।

Similar Articles

Leave a Reply

Top