মেলবোর্নে পৌঁছেছে অস্ট্রেলিয় কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের মরদেহ। থাইল্যান্ড থেকে আট ঘন্টার যাত্রা শেষে নিজ দেশে ফিরেন প্রয়াত ওয়ার্নের মরদেহ।
অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস পরিবেশিত খবরে বলা হয়, স্থানীয় সময় রাত আটটা ত্রিশ মিনিটে মেলবোর্নের এসেনডন ফিল্ডস এয়ারপোর্টে পৌঁছায় ওয়ার্নের কফিন বহনকারী প্রাইভেট জেট।
ওয়ার্নের মৃতদেহ আসার আগেই বিমানবন্দরে চলে পৌঁছান প্রয়াত স্পিনারের বাবা-মা। সাথে ছিলেন সাবেক স্ত্রী সিমোনেও, পুত্র জ্যাকসনও। ওয়ার্নের পছন্দের গাড়ি চালিয়েই বিমানবন্দরে এসেছিলেন জ্যাকসন।
বিমানবন্দরের বাইরেও ভিড় করেছিলেন ওয়ার্নের ভক্তরা। ওয়ার্নের মরদেহ নিয়ে বিশেষ বিমানটি অবতরণ করার ঘন্টা খানেক আগ থেকে বিমানবন্দর এলাকায় কঠোর নিরাপত্তা বেস্টনী গড়ে তোলা হয়।
গতকাল, বৃহস্পতিবার ব্যক্তিগত বিমানে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয় অস্ট্রেলিয়ার পতাকায় মোড়ানো ওয়ার্নের কফিনটি।
আগামী ৩০ মার্চ সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হবে ওয়ার্নের শেষকৃত্য।