গতকাল থেকে শুরু হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসর। আসরের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে কোলকাতা নাইট রাইডার্স।
এ ম্যাচে চেন্নাইয়ের হয়ে খেলতে নামেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। বল হাতে ২০ রানে ৩ উইকেট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের শ্রীংকান পেসার লাসিথ মালিঙ্গার রেকর্ড স্পর্শ করেন ব্রাভো।
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় মালিঙ্গার সাথে যৌথভাবে শীর্ষে এখন ব্রাভো। দু’জনেরই উইকেট এখন ১৭০ করে। মালিঙ্গা ১২২ ম্যাচে এবং ব্রাভো ১৫২ ম্যাচে ১৭০টি করে উইকেট শিকার করেছেন।
এই তালিকায় তৃতীয় থেকে পঞ্চমস্থানে আছেন তিন ভারতীয়। তিনজনই স্পিনার। এরা হলেন- অমিত মিশ্র, পিযুষ চাওলা ও হরভজন সিং। মিশ্র ১৫৪ ম্যাচে ১৬৬টি, চাওলা ১৬৫ ম্যাচে ১৫৭টি ও হরভজন ১৬৩ ম্যাচে ১৫০টি উইকেট নেন।