You are here
Home > খেলাধুলা > বিশ্বরেকর্ড গড়লেন স্টার্ক

বিশ্বরেকর্ড গড়লেন স্টার্ক

ওয়ানডে ক্রিকেটে দ্রুত ২শ উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।

আজ  নিজ মাঠ  টাউন্সভিলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এই বিশ্বরেকর্ড গড়েন স্টার্ক। ম্যাচে ১ উইকেট নেন এই বাঁ-হাতি পেসার। এর মাধ্যমে  ১০২ ম্যাচে ২শ উইকেট পূর্ণ হয় স্টার্কের। এতে পাকিস্তানের স্পিনার সাকলাইন মুশতাকের রেকর্ড ভেঙ্গে দ্রুত ২শ উইকেট নেয়ার বিশ^রেকর্ড গড়েন স্টার্ক।

১৯৯৫ সালে অভিষেকের পর ১৯৯৯ সালে ১০৪তম ওয়ানডেতে ২শ উইকেট পূর্ণ করেছিলেন সাকলাইন। ৩ বছর ২৪৯ দিনের ব্যবধানে ২শ উইকেট নিয়েছিলেন সাকলাইন।

তবে সাকলাইনের চেয়ে অনেক সময় নিয়ে ওয়ানডেতে ২শ উইকেট পূর্ণ করেন স্টার্ক। ২০১০ সালে ওয়ানডে অভিষেক হয় তার। ১১ বছর ৩১৮ দিনে ২শ উইকেট নিলেন স্টার্ক। সময় বেশি লাগলেও, ম্যাচের হিসেবে সাকলাইনের চেয়ে ২ ওয়ানডে কম খেলে দ্রুত ২শ উইকেট বিশ^রেকর্ড দখলে নিয়েছেন স্টার্ক। স্টার্কের বিশ^রেকর্ডের ম্যাচে জিম্বাবুয়ে ৩ উইকেটে হারের লজ্জা পায় অস্ট্রেলিয়া। 

Similar Articles

Leave a Reply

Top