You are here
Home > খেলাধুলা > বিকেএসপির কোচের দায়িত্ব পেলেন টাইবু

বিকেএসপির কোচের দায়িত্ব পেলেন টাইবু

জিম্বাবুয়ের সাবেক ক্রিকেট  অধিনায়ক তাতেন্ডা টাইবু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের  (বিকেএসপি) কোচ হিসেবে নিয়োগ পেলেন । ক্রিকেট দলের ব্যাটিং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।


গত ২ আগস্ট বাংলাদেশে আসেন টাইবু। ইতোমধ্যে তিন দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করেছেন তিনি। এখন ব্যাটিং প্রশিক্ষকের দায়িত্ব শুরু করতে আর কোন বাঁধা থাকলো না ৩৮ বছর বয়সী তাইবুর। 


টাইবুর কোচ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিকেএসপির ক্রীড়া পরিচালক মাজহারুল হক। তিনি বলেন, ‘ তাইবুর সঙ্গে এক বছরের চুক্তি  হয়েছে তাইবুকে। এক বছর পর চুক্তির নবায়নের  বিষয়ে চিন্তা করা হবে। তিনি ব্যাটিং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। আশা করি তাকে পেয়ে শিক্ষার্থীরা উপকৃত হবে।’


টেস্ট ইতিহাসের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হওয়ার নজির গড়া তাইবু দেশের হয়ে ১১ বছর খেলেছেন। ২৮ টেস্টে ১৫৪৬ রান, ১৫০ ওয়ানডেতে ৩৩৯৩ রান ও ১৭ টি-টুয়েন্টিতে ২৫৯ রান করেছেন। 

Similar Articles

Leave a Reply

Top