You are here
Home > খেলাধুলা > প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট নিলো বাংলাদেশের বোলাররা

প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট নিলো বাংলাদেশের বোলাররা

ডারবান টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট শিকার করতে পেরেছে বাংলাদেশের বোলাররা। ফলে ৮ উইকেটে ৩১৪ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা।

প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৩৩ রান করেছিলো দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমা ৫৩ ও কাইল ভেরিনি ২৭ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৮৩তম ওভারের দ্বিতীয় বলে ভেরিনিকে ২৮ রানে বিদায় দেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। আর তৃতীয় বলে ওয়াইন মুল্ডারকে শিকার করেন খালেদ। পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার উপর চাপ বাড়ান খালেদ। ২৪৫ রানে দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ উইকেটের পতন ঘটে।

এ অবস্থায় দলের রানের চাকা ঘুড়িয়েছেন বাভুমা। সেঞ্চুরির সম্ভাবনা জাগান তিনি। কিন্তু বাভুমাকে ৯৩ রানে আউট করেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। ১৯০ বল খেলে ১২টি চার মারেন বাভুমা।

আর মধ্যাহ্ন-বিরতির আগে কেশব মহারাজকে ১৯ রানে শিকার করেন এবাদত হোসেন। ফলে এই সেশনে ৪ উইকেট নিতে পারে বাংলাদেশের বোলাররা।

Similar Articles

Leave a Reply

Top