You are here
Home > খেলাধুলা > পর্তুগালের বিদায়ে আর্জেন্টাইন রেফারির সমালোচনায় পেপে ও ফার্নান্দেস

পর্তুগালের বিদায়ে আর্জেন্টাইন রেফারির সমালোচনায় পেপে ও ফার্নান্দেস

মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ^কাপ থেকে বিদায়ের পর আর্জেন্টাইন রেফারির তীব্র সমালোচনা করেছেন পর্তুগীজ খেলোয়াড় পেপে ও ব্রুনো ফার্নান্দেস।

তাদের দাবী আর্জেন্টাইন রেফারি হিসেবে তিনি ম্যাচকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। শুক্রবার নেদারল্যান্ডকে পরাজিত করে আর্জেন্টিনা সেমিফাইনালের টিকিট পেয়েছে। ম্যাচ রেফারি ফাকুন্ডো টেলোর সাথে তার দুই সহকারী ও ভিডিও এ্যাসিসটেন্ট রেফারি সবাই আর্জেন্টাইন। কাল ম্যাচ শেষে অভিজ্ঞ পেপে পর্তুগীজ টেলিভিশনে বলেছেন, ‘আমাদের ম্যাচে আর্জেন্টাইন রেফারি দায়িত্বে ছিলেন, এটা মেনে নেয়া যায়না। গতকাল আমরা দেখেছি মেসিসহ আর্জেন্টিনার প্রায় সকল খেলোয়াড় স্প্যানিশ রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করেছে। দ্বিতীয়ার্ধে আমরা কি খেলেছি, গোলরক্ষক মাঠে পড়ে ছিল, মাত্র আট মিনিট স্টপেজ টাইম দেয়া হয়েছে।’

গতকাল রেফারির বিপক্ষে অভিযোগ তুলে মেসি বলেছেন খুব বেশী পরিমানে ইনজুরি টাইম দেয়া হয়েছে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে নেদারল্যান্ড ম্যাচে ফিরে আসে।

পর্তুগালের মূল অভিযোগ ছিল ইচ্ছে করে উত্তর আফ্রিকান দলটির দ্বিতীয়ার্ধে সময় নষ্ট করার বিষয়টি নিয়ে যা রেফারি অনেক সময় এড়িয়ে গেছেন। ব্রুনো ফার্নান্দেজ বলেছেন আরো বেশী ইনজুরি টাইম দেয়া উচিৎ ছিল। যে দল এখনো টুর্ণামেন্টে টিকে আছে সে দেশের রেফারিকে কোনভাবেই আর ম্যাচ পরিচালনা করতে দেয়া ঠিক না। প্রথমার্ধে পর্তুগালকে একটি পেনাল্টি দেয়া হয়নি বলে ফার্নান্দেজ জানান, ‘আমরা ইতোমধ্যে জেনেছি  সব কিছু কিভাবে হচ্ছে। ম্যাচের আগেই আমার জেনেছি কি ধরনের রেফারি আজ ম্যাচ পরিচালনা করবে। দূর্ভাগ্যবশত : এই প্রতিযোগিতায় কোন পর্তুগীজ রেফারি নেই। যারা এখনো টিকে আছে সেই দেশের রেফারি দিয়ে ম্যাচ চালানো হচ্ছে। এটা আমার কাছে বিস্ময়কর। যদিও আজকের পরাজয়ের এটাই একমাত্র কারন নয়। প্রথমার্ধে রেফারি মাত্র দুটি মিনিট ইনজুরি টাইম দিয়েছে। দ্বিতীয়ার্ধে দিয়েছে আট মিনিট। দ্বিতীয়ার্ধে ম্যাচ বন্ধ ছিল অনেকক্ষন। কমপক্ষে যা ১৫-২০ মিনিট হবে।’

যদিও কোচ ফার্নান্দো সান্তোস মনে করেন দলের বিদায়ে রেফারির ভূমিকা খুব বেশী ছিলনা। সান্তোস বলেছেন, ‘আমি এমনটা মনে করিনা। তবে এক বা দুটি ঘটনায় আমাদের ফাউল পাওয়া উচিৎ ছিল। আমার কাছে মনে হয় আমাদের আরো ভাল খেলা উচিৎ ছিল। রেফারিকে দোষ নিয়ে কোন লাভ নেই।’

ইউরো ২০২৪ পর্যন্ত পর্তুগালের কোচের দায়িত্বে থাকছেন সান্তোস। তবে ভবিষ্যত নিয়ে তিনি পর্তুগীজ ফুটবল ফেডারেশনের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

ম্যানচেস্টার সিটি তারকা রুবেন ডিয়াস বিশ্বাস করেন এই দলটির সামনে এগিয়ে যাবার যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে, ‘সব কিছুর পরে এই মুহূর্তে এটা গুরুত্বপূর্ণ যে বিদায়ের পরেও আমরা বিশ্বকাপ থেকে কি নিয়ে দেশে ফিরছি। আমাদের দলটিতে একটি তরুণ প্রজন্ম রয়েছে যাদের ভবিষ্যত উজ্জ্বল। তাদের উপর আমাদের আস্থা রাখতে হবে।’

Similar Articles

Leave a Reply

Top