একটি টেলিভিশনে বেফাঁস মন্তব্য করে ফেঁসে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটের প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করলেন চেতন শর্মা।
এএনআই-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, চেতনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।
ভারত জাতীয় দল নিয়ে নানা ধরনের মন্তব্য করেন চেতন। এরমধ্যে ছিলো ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলীর মধ্যে সমস্যা, জসপ্রিত বুমরাহর ইনজুরি। চেতনের সেসব মন্তব্য গোপনে ভিডিও করা হয়। ঐ ভিডিও গত ১৪ ফেব্রুয়ারি ভারতীয় নিউজ চ্যানেলে প্রকাশ হয়।
বার্তা সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের একটি সিনিয়র সূত্র জানিয়েছে, ‘হ্যাঁ, বিসিসিআই সচিব জয় শাহর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন চেতন এবং তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। স্টিং অপারেশনের পর চেতনের অবস্থান নড়বড়ে হয়ে পড়ে।’