You are here
Home > খেলাধুলা > না ফেরার দেশে আম্পায়ার নাদির শাহ

না ফেরার দেশে আম্পায়ার নাদির শাহ

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন  আইসিসির প্যানেল ও বাংলাদেশের সাবেক আম্পায়ার নাদির শাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। 

আজ ভোর পৌনে চারটার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন নাদির শাহ। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

গত দুই বছর যাবৎ ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন নাদির শাহ। বেশ কয়েকবার বিদেশে গিয়েও চিকিৎসা করিয়েছেন তিনি। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে সপ্তাহ খানেক আগে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয় নাদির শাহকে।

নাদির শাহ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশাহর ছোট ভাই। ক্রিকেট জীবনে দুই দশক ধরে ঢাকা লীগে আবাহনী, মোহামেডান, বিমান, ব্রাদার্স ইউনিয়ন, সুর্যতরুন, কলাবাগান, আজাদ বয়েজ এবং ধানমন্ডিসহ বড়-বড় ক্লাবে খেলেছেন লেগ স্পিনার-ব্যাটসম্যান নাদির শাহ। 

ক্রিকেট ছাড়ার আম্পায়ারিংএর সাথে জড়িয়ে পড়েন নাদির শাহ। ২০০৬ সালের মার্চে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ-কেনিয়া ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু হয় নাদির শাহর। 
আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ার হিসেবে ৪০টি ওয়ানডে, ৩টি টি-টুয়েন্টি এবং  নারীদের ৩টি  ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেন নাদির শাহ। 

টিভি আম্পায়ার হিসেবে ৬টি টেস্ট ও ২৩টি ওয়ানডেতে দায়িত্ব পালন করেন নাদির শাহ।
এছাড়াও ৭৩টি প্রথম শ্রেনির ম্যাচ, ১২৭টি লিস্ট ‘এ’ এবং ৫৪টি (টিভি আম্পায়ার হিসেবে ৫টি ছিলো) টি-টুয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন নাদির শাহ।

বছর দুয়েক আগে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ পরিচালনার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন নাদির শাহ। ২০১৯ সালের অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগে সর্বশেষ ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। এরপর আর মাঠে ফেরা হয়নি আইসিসি’র আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার নাদির শাহর।

নাদির শাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Similar Articles

Leave a Reply

Top