নারী টি-২০ বিশ্বকাপের ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমবার ফাইনালে উঠা স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে শক্তিশালী অস্ট্রেলিয়া। রোববার কেপ টাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
এর আগে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু সাউথ আফ্রিকার। সেই দলটাই এখন ফাইনালে। সেমিতে তীব্র লড়াইয়ের পর তারা ৬ রানে হারায় শক্তিশালী ইংল্যান্ডকে। দারুণ লড়াই হয় প্রথম সেমিতেও। সেখানে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হারে ভারত।
অন্যদিকে আসরে এক ম্যাচও হারেনি ম্যাগ ল্যানিংয়ের দল। আগের ৭ বিশ্বকাপের ৫টি ট্রফিই আছে তাদের শোকেজে। প্রথম আসর ছাড়া সবগুলো ফাইনালেই ছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। ফলে ফাইনালে ফেভারিট যে তারা, বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে এই প্রথম ফাইনাল স্বাদ নেবে সাউথ আফ্রিকা। নিজের দর্শককের সামনে শিরোপা জেতাটা হবে বিশেষ কিছু। যেখানে ছেলেদের দল আজ পর্যন্ত জেতেনি কোন বিশ্বকাপ। ছেলেদের আগে বিশ্বকাপ জেতার সুযোগ সুনে লুসের দলের।