You are here
Home > খেলাধুলা > টি-টোয়েন্টি: ৯২ রান দূরে সাকিব 

টি-টোয়েন্টি: ৯২ রান দূরে সাকিব 

 বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ৯২ রান প্রয়োজন অলরাউন্ডার সাকিব আল হাসানের।
কাল থেকে ডোমিনিকায় শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ পাচ্ছেন সাকিব। 
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ইতোমধ্যে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ১১৫ ম্যাচে রিয়াদের টি-টোয়েন্টি রান ২০০২।  ৯৬ ম্যাচে ১৯০৮ রান সাকিবের।
২০০৬ সালের নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় সাকিবের। এই ফরম্যাটে ৯টি হাফ-সেঞ্চুরিও করেছেন  তিনি। ক্যারিয়ার সেরা ইনিংস- ৮৪ রান। ২০১২ সালের বিশ^কাপে পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে তিন নম্বরে ব্যাট হাতে নেমে ৫৪ বলে ৮৪ রান করেছিলেন সাকিব।   
এই তালিকায় বাংলাদেশীদের মধ্যে  তৃতীয় সর্বোচ্চ রানের মালিক  ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৭৪ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে এ পর্যন্ত ১৭০১ রান করেছেন তামিম। 

Similar Articles

Leave a Reply

Top