You are here
Home > খেলাধুলা > টি-টোয়েন্টি বিশ্বকাপ: নামিবিয়ার পেছনে পড়ে গেল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: নামিবিয়ার পেছনে পড়ে গেল বাংলাদেশ

অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে ৫৫ রানে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে  বিশ্ব ক্রিকেটের ছোট দল নামিবিয়া। তবে এই জয়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ দল বাংলাদেশকে টপকে গেছে নামিবিয়া।সাত বিশ্বকাপের সব আসরে  খেলা বাংলাদেশের চেয়ে আইসিসি পূর্ণ সদস্য দলের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি জয়ের মালিক এখন নামিবিয়া।আইসিসি পূর্ণ সদস্য দলের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের জয় মাত্র ১টি। আর দ্বিতীয়বারের মত বিশ্বকাপ খেলতে নামা নামিবিয়ার জয় এখন ২টি।

২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে আর কোন বড় দলকে হারাতে পারেনি টাইগাররা।২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্যের তকমা পায় আয়ারল্যান্ড। গত বিশ^কাপে প্রথম  খেলতে নেমে আয়ারল্যান্ডককে হারায় নামিবিয়া। আর এবার শ্রীলংকাকে হারালো নামিবিয়া। ফলে টানা দুই বিশ্বকাপে আইসিসির দুই পূর্ণ সদস্যের বিপক্ষে দারুন জয়ের স্বাদ নিয়ে বাংলাদেশকে টপকে গেল নামিবিয়া।

Similar Articles

Leave a Reply

Top