You are here
Home > খেলাধুলা > জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ নারী দল

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ নারী দল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।  
বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতারের বোলিং তোপে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো বাংলাদেশ নারী দল। 
হোয়াইটওয়াশ এড়াতে বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। এ ম্যাচেও বাংলাদেশ বোলারদের বিপক্ষে জ¦লে উঠতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। নাহিদের তোপে পড়ে ২৭ দশমিক ২ ওভারে ৭২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। নাহিদা ১০ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন। 
জিম্বাবুয়ের পক্ষে মাত্র এক ব্যাটার দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। ওপেনার শারন মায়ার্স ৩৯ রান করেন। 
জবাবে ৭৩ রানের টার্গেটে খেলতে নেমে ১৯০ বল বাকী রেখে সহজেই লক্ষ্য স্পর্শ করে বাংলাদেশ। দলের পক্ষে ওপেনার মুশশিদা খাতুন অপরাজিত ৩৯ রান করেন। এছাড়া নুজহাত তাসনিয়া ১০, অধিনায়ক নিগার সুলতানা ১২ রান করেন। 
এর আগে প্রথম ম্যাচে ৮ এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ। 
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে এবার ২১ নভেম্বর থেকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান-জিম্বাবুয়ে-থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
২১ নভেম্বর হারারেতে আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ। 
বাছাইপর্বে বাংলাদেশ ম্যাচের সূচি :
২১ নভেম্বর: বাংলাদেশ ও পাকিস্তান (হারারে)
২৩ নভেম্বর: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র (হারারে)
২৫ নভেম্বর: বাংলাদেশ ও থাইল্যান্ড (হারারে)
২৯ নভেম্বর : বাংলাদেশ ও জিম্বাবুয়ে (হারারে)

Similar Articles

Leave a Reply

Top