You are here
Home > খেলাধুলা > জরিমানা গুণলেন মাশরাফী

জরিমানা গুণলেন মাশরাফী

নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী সাবেক টাইগার ক্যাপ্টেন মাশরাফী বিন মোর্ত্তজাকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করেছেন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এ সময় আরও তিন প্রার্থীকে জরিমানা করেন তিনি।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে নড়াইল-২ আসনের চার প্রার্থীকে জরিমানা করা হয়।

জানা যায়, মাশরাফীকে ১৫ হাজার, একই আসনের জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামানকে ১৫ হাজার, ঐক্যফ্রন্ট প্রার্থী লতিফুর রহমানকে তিন হাজার এবং ইসলামী ঐক্যজোট প্রার্থী মো. মাহাবুবুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, মাশরাফীসহ চার প্রার্থীর প্রত্যেকেই দেয়ালে পোস্টার সাঁটিয়ে আচরণবিধি ভঙ্গ করায় এ জরিমানা করা হয়।

নড়াইল পৌর এলাকায় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি রক্ষায় কাজ করছে রিটার্নিং অফিস। নিয়মিতভাবে চলা পর্যবেক্ষণে প্রার্থীদের বিধি ভঙ্গের বিষয়টি ধরা পড়েছে। এতে তাদের জরিমানা করা হয়েছে। এ পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

Similar Articles

Leave a Reply

Top