You are here
Home > খেলাধুলা > গ্রিনিজ-গেইল-ইউসুফ-সাঙ্গাকারাদের কাতারে হোপ

গ্রিনিজ-গেইল-ইউসুফ-সাঙ্গাকারাদের কাতারে হোপ

 গতরাতে ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি ছিলো হোপের শততম ম্যাচ। শততম ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন হোপ। বিশ্বের দশম ও ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শততম ম্যাচে সেঞ্চুরি করলেন হোপ।
শততম ওয়ানডেতে সেঞ্চুরি কওে সর্বপ্রথম এই তালিকায় নাম তুলেন ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ। ১৯৮৮ সালে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে নিজের শততম ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন গ্রিনিজ। অপরাজিত ১০২ রান করেছিলেন তিনি। 
গ্রিনিজের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিস গেইল ও রামনারায়েশ সারওয়ান শততম ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন। এছাড়াও শততম ওয়ানডেতে সেঞ্চুরির নজির গড়েছেন নিউজিল্যান্ডের ক্রিস কেয়ানর্স, পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, শ্রীলংকার কুমার সাঙ্গাকারা, ইংল্যান্ডের মার্কোস ট্রেসকোথিক, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ভারতের শিখর ধাওয়ান।  
নিজের শততম ওয়ানডেতে ৮টি চার ও ৩টি ছক্কায় ১৩৫ বলে ১১৫ রান করেন হোপ। তবে রেকর্ড সেঞ্চুরিতেও দলকে জেতাতে পারলেন না হোপ। তীরে এসে তরি ডুবে ওয়েস্ট ইন্ডিজের। ভারতের কাছে ২ উইকেটে ম্যাচ হারে ক্যারিবীয়রা। 
শততম ওয়ানডেতে সেঞ্চুরি করা ক্রিকেটাররা :
ব্যাটার    রান    প্রতিপক্ষ    ভেন্যু    গাল
গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ)    ১০২*    পাকিস্তান    শারজাহ    ১৯৮৮
ক্রিস কেয়ারনর্স (নিউজিল্যান্ড)    ১১৫    ভারত    ক্রাইস্টচার্চ    ১৯৯৯
মোহাম্মদ ইউসুফ (পাকিস্তান)     ১২৯    শ্রীলংকা    শারজাহ    ২০০২
কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা)    ১০১    অস্ট্রেলিয়া    কলম্বো    ২০০৪
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)    ১৩২*    ইংল্যান্ড    লর্ডস    ২০০৪
মার্কোস ট্রেসকোথিক (ইংল্যান্ড)    ১০০*    বাংলাদেশ    দ্য ওভাল    ২০০৫
রামনারায়েশ সারওয়ান (ওয়েস্ট ইন্ডিজ)    ১১৫*    ভারত    সেন্ট কিটস    ২০০৬
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)    ১২৪    ভারত    ব্যাঙ্গালুরু    ২০১৭
শিখর ধাওয়ান (ভারত)    ১০৯    দক্ষিণ আফ্রিকা    জোহানেসবার্গ    ২০১৮
শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)    ১১৫    ভারত    পোর্ট অব স্পেন    ২০২২

Similar Articles

Leave a Reply

Top