You are here
Home > খেলাধুলা > এশিয়া জয় করে দেশে ফিরল বাংলাদেশের যুবারা

এশিয়া জয় করে দেশে ফিরল বাংলাদেশের যুবারা

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতলেও এতদিন এশিয়া কাপ অধরাই ছিল। এবার সেই চক্রও পূরণ হয়েছে। গতকাল রবিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফাইনাল জিতে আজ দেশে পা দিয়েছে বাংলাদেশের যুবারা।

আজ বিকেল সাড়ে চারটার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রেখেছে মাহফুজুর রহমান রাব্বির দল। ক্রিকেটারদের সঙ্গে দেশে ফিরেছেন যুব দলের পুরো কোচিং প্যানেলও।

আগেই জানানো হয়েছিল, দেশে ফিরে টাইগার যুবাদের নিয়ে যাওয়া হবে মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখানে শিরোপাজীয় দলকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের ডিনারেরও আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সেটি আজকে নয়। আগামীকাল মঙ্গলবার রাতে সেই আমন্ত্রণে যোগ দেওয়ার কথা শিরোপাজয়ী দলের।

দুবাইয়ে গতকালের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে আশিকুল ইসলাম শিবলির ১২৯ রানের দুর্দান্ত ইনিংসে ২৮২ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে রিফাত মৃধা ও রোহানাত দৌলা বর্ষণদের তোপে মাত্র ৮৭ রানেই অলআউট হয় আমিরাত।

এবারের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পর শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেও অনায়াসে হারিয়ে দেয় টাইগার যুবারা। সেমিফাইনালে টুর্নামেন্টের সবচেয়ে বেশি শিরোপাজয়ী ভারতকেও পাত্তা দেয়নি মাহফুজুর রহমান রাব্বির দল। এরপর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া আরব আমিরাতের মুখোমুখি হয় বাংলাদেশ।

Similar Articles

Leave a Reply

Top