শনিবার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টটেনহ্যাম হটস্পার। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে ইউনাইটেডের থেকে স্পার্সদের এগিয়ে যাবার সুযোগ বেশী দেখছেন দলটির তারকা স্ট্রাইকার হ্যারি কেন। আগের ম্যাচে এভারটনকে ৫-০ গোলে উড়িয়ে দেবার পরই কেনের মধ্যে এই আত্মবিশ্বাসের জন্মেছে।
অন্যদিকে ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে ইউনাইটেড এখন অনেকটাই মুষড়ে পড়েছে। এই সুযোগটাই কাজে লাগাতে চান ইংলিশ অধিানয়ক। যদিও কেন বলেছেন ইউনাইটেডকে তিনি মোটেই খাটো করে দেখছেন না। কিন্তু ইউনাইটেডকে হারাতে পারলে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার পথে অনেকটাই এগিয়ে যাবার সুযোগ কোনভাবে হাতছাড়া করতে চাচ্ছেন না কেন। এ সম্পর্কে কেন বলেছেন, ‘ইউনাইটেড এখনো লিগের অন্যতম সেরা দল। তবে সপ্তাহের শেষে হতাশাজনক একটি ফলাফল নিয়ে তারা আমাদের বিপক্ষে মাঠে নামবে। যদিও তাদের খেলোয়াড়দের এই পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁড়ানোর অনেক উদাহরন আছে। আমাদের শুধুমাত্র নিশ্চিত করতে হবে যে ম্যাচটির জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আমরা অবশ্যই বিশ্বাস করি টটেনহ্যামের শতভাগ সুযোগ আছে। কারন আগের ম্যাচেই আমরা বড় ব্যবধানে জিতেছি। বিশেষ করে ম্যাচটি যেহেতু ওল্ড ট্রাফোর্ডে তাই তাদের সমর্থকের বিপক্ষে আমাদের মাঠে নামতে হচ্ছে।’
মৌসুমের শুরুতে লন্ডনের ম্যাচটিতে ইউনাইটেডের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছিল স্পার্সরা। কেন জানিয়েছেন পুরো দলকে অবশ্যই আরো বেশী মনোযোগী হতে হবে। এসময় কেন বলেন, ‘ইউনাইটেড আমাদেরকে মৌসুমের শুরুতে সহজেই হারিয়েছিল। সেসব কিছুই আমাদের মাথায় রাখতে হবে। আমাদের একটি বিষয় নিশ্চিত করতে হবে যে সঠিক পরিকল্পনা নিয়ে সবাই যেন মাঠে নামে। ওল্ড ট্র্যাফোর্ডে এ্যাওয়ে ম্যাচ খেলা লিগের অন্যতম সেরা একটি মুহূর্ত। আমি ম্যাচটিকে সোজা কথায় উপভোগ করতে চাই।’
২৬ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে টটেনহ্যাম। দুই পয়েন্ট এগিয়ে দুই ম্যাচ বেশী খেলে পঞ্চম স্থানে রয়েছে ইউনাইটেড।