আর্সেনালের সাবেক কোচ টেরি নেইল আর নেই। পরপারে পাড়ি জমিয়েছেন সাবেক এই গানার্স কোচ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার নেইলের মৃত্যুর খবরটি প্রকাশ করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
দীর্ঘ সাত বছর উত্তর লন্ডনের জনপ্রিয় ক্লাব আর্সেনালের কোচের দায়িত্ব পালন করেছেন নেইল। ১৯৭৮, ১৯৭৯ ও ১৯৮০ সালে পরপর তিনবার ক্লাবটিকে এফএ কাপের ফাইনালে পৌঁছে দিয়েছিলেন তিনি। এর মধ্যে কেবল মাত্র ১৯৭৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপা জয় করেছিল গানার্সরা। তথা কথিত ‘৫ মিনিটের ফাইনালে’ শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে জয়লাভ করেছিল আর্সেনাল।
উত্তর আয়ারল্যান্ডের মিডফিল্ডার ও আর্সেনালের সাবেক এই খেলোয়াড় ক্লাবটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে দলীয় নেতৃত্ব লাভ করেছিলেন। মাত্র ২০ বছর বয়সে তার হাতে গানার্সদের নেতৃত্ব তুলে দেন ইংল্যান্ড কিংবদন্তী বিলি রাইট।