You are here
Home > খেলাধুলা > আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ করেছে তালেবান

আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ করেছে তালেবান

আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান।

তালেবানরা মনে করে, ক্রিকেট খেলায় নারীদের মুখ ও শরীরের কিছু অংশ অনাবৃত থাকে, যা ইসলাম কখনোই সমর্থন করে না। ইসলামে সমর্থন না করায় আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ করেছে তালেবানরা।

তালেবান সরকারের সংস্কৃতি কমিশনের প্রধান আব্দুল্লাহ ওয়াসেক বলেন, ‘ক্রিকেট খেলায় কখনো কখনো এমন একটি পরিস্থিতির সৃস্টি হয়,যেখানে নারীর মুখ এবং শরীরের কিছু অংশ অনাবৃত হয়ে পড়ে। ইসলাম কখনোই এটা সমর্থন করে না।’

তিনি আরো বলেন, ‘বর্তমান মিডিয়ার যুগে ছবি বা ভিডিও সবকিছুই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তাই নারীদের এমন খেলায় দেখাটা ইসলাম সমর্থন করে না।’

তালেবানরা আফগানিস্তান দখলের পর সেদেশের ক্রিকেট নিয়ে শংকা ছিলো। তবে তালেবানরা জানিয়েছিলো, দেশের ক্রিকেট নিয়ে কোন রকম নেতিবাচক সিদ্বান্ত নিবে না তারা। কিন্তু হঠাৎ করেই নারীদের ক্রিকেট নিষিদ্ধ ঘোষনা করলো তালেবানরা।

Similar Articles

Leave a Reply

Top