You are here
Home > খেলাধুলা > আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব-মুশফিক-মুস্তাফিজ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব-মুশফিক-মুস্তাফিজ

টি-টোয়েন্টির পর এবার আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশীয় পেসার মুস্তাফিজুর রহমান।  ওয়ানডে দলে  আছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মুশফিকুর  রহিম।  টি-টোয়েন্টির এক দিন পর  বর্ষ সেরাি  ওয়ানডে দল ঘোষনা  করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে  জায়গা পেয়েছেন  বাংলাদেশের তিন ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম এবং পেসার মুস্তাফিজুর রহমান।
বর্ষসেরা ওয়ানডের একাদশে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি তিন ক্রিকেটার। পাকিস্তান-আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার দু’জন করে আছেন।
গেল বছর ব্যাট হাতে ৯ ম্যাচের ৯ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ২৭৭ রান করেন সাকিব। গড় চল্লিশের কাছাকাছি। সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ৯৬। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে তিন নম্বরে নেমে অপরাজিত ৯৬ রান করে বাংলাদেশকে শেষ ওভারে জয় এনে দেন সাকিব।
বল হাতে আরও বেশি উজ্জল ছিলেন সাকিব। ৮১ ওভারে ২৯৮ রানে ১৭ উইকেট নেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারে পঞ্চমস্থানে ছিলেন এই স্পিনার। ইনিংসে তার সেরা বোলিং ছিলো  হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে, ৩০ রানে ৫ উইকেট নেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব।
গেল বছর ব্যাট হাতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক। ৯ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪০৭ রান করেছেন তিনি। গড়- ৫৮ দশমিক ১৪। মে মাসে ঢাকায় শ্রীলংকার বিপক্ষে ১২৭ বলে ১০টি চারে ১২৫ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক।
ওয়ানডেতে গেল বছর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী কাটার মাস্টার মুস্তাফিজ। ১০ ম্যাচে ৭৭ ওভার বল করে ৩৮৮ রান দিয়ে ১৮ উইকেট নিয়েছিলন তিনি। বিশে^  চতুর্থ সেরা বোলার ছিলেন ফিজ। পেস অ্যাটাকে ফিজের সাথে আছেন আয়ারল্যান্ডের সিমি সিং। দুই স্পিনার শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুশমন্থ চামিরা।
বর্ষসেরা ওয়ানডে দলের ওপেনার আয়ারল্যান্ডের পল স্টার্লিং এবং দক্ষিণ আফ্রিকার জানেমান মালান। গেল বছর সর্বোচ্চ ৭০৫ রান স্টার্লিংয়ের। দ্বিতীয় সর্বোচ্চ ৫০৯ রান মালানের। তিনে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বর্ষসেরা দলেরও অধিনায়ক তিনি। ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি ৬ ম্যাচে ৪০৫ রান করেছেন তিনি।
চারে রয়েছেন পাকিস্তানের ফখর জামান। ৬ ম্যাচে ৩৬৫ রান করেন তিনি। এরপর আছেন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন। ৮ ম্যাচে ৩৪২ রান করেন তিনি। এরপর আছেন সাকিব-মুশফিক। শেষ দিকে, চার জেনুইন বোলার।
বর্ষসেরা ওয়ানডে দল : পল স্টার্লিং, জানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ভ্যান ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং এবং দুশমন্থ চামিরা।

Similar Articles

Leave a Reply

Top